ফ্রেমের যত্ন :
১। নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন।
২। পানি ঘাম বা কেমিক্যাল এড়িয়ে চলুন।
৩। চশমা পরতে বা খুলতে উভয় হাত ব্যবহার করুন ।
৪। ব্যবহারের পর চশমা কেসে সংরক্ষণ করুন ।
৫। ফ্রেম মোচড়ানো বা বাঁকানো থেকে বিরত থাকুন।
লেন্সের যত্ন :
১। প্রতিদিন লেন্স পরিষ্কার করুন।
২। পানি বা লেন্স সল্যুশন ব্যবহার করুন ।
৩। লেন্স নরম কাপড় বা মাইক্রোফাইবার দিয়ে পরিষ্কার করুন ।
৪। কেমিক্যাল বা অ্যালকোহল প্যাড ব্যবহার করবেন না।
৫। চশমার কেস পরিষ্কার ও শুষ্ক রাখুন ।
৬। একই সাথে নতুন এবং পুরাতন লেন্স ব্যবহার করবেন না।
কন্টাক্ট লেন্সের যত্ন :
১। লেন্স পরার আগে হাত ধুতে ভুলবেন না।
২। একটানা ৮ ঘন্টার বেশি লেন্স ব্যবহার করবেন না।
৩। মেকাপের আগে লেন্স ব্যবহার করুন ।
৪। লেন্সের কেসটি পরিষ্কার রাখুন।
৫। সংরক্ষণের সময় ফ্রেশ সল্যুশন ব্যবহার করুন ।
