বাচ্চাদের চোখের সমস্যা বর্তমানে খুব কমন একটি বিষয়। একটানা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ভিটামিনের অভাবসহ আরও নানা কারণে এই সমস্যা বেড়েই চলেছে। বাচ্চার চোখে সমস্যা এবং চশমা পরার প্রয়োজন হলে, সঠিক লেন্স এর পাশাপাশি সঠিক ফ্রেম নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি ভুল ফ্রেম তার চশমা পরার ক্ষেত্রে অনীহা তৈরি করতে পারে।
তাহলে চলুন আজকের ব্লগে জেনে নেয়া যাক, বাচ্চাদের জন্য চশমার ফ্রেম কেমন হওয়া উচিত।
১। আরামদায়ক
বাচ্চাদের চশমার ফ্রেম অবশ্যই আরামদায়ক হতে হবে। চশমা পরে থাকতে সামান্য পরিমাণ অসুবিধা হলেই তারা আর চশমা পরতে চাইবে না। তাই ফ্রেমটি এমন হতে হবে, যা শিশুর নাক এবং কানের জন্য আরামদায়ক হতে পারে।
২। ফ্রেমের ফিটিং
সঠিকভাবে ফিট করা ফ্রেম লেন্সকে সঠিক অবস্থানে রাখে, যা ভাল দৃষ্টিশক্তি নিশ্চিত করে। চশমার ফ্রেম খুব বেশি টাইট বা লুজ হওয়া উচিত নয়। আর যেহেতু বাচ্চাদের মুখের আকার বদলাতে থাকে, তাই তাদের ফ্রেমের ফিটিং নিয়মিত পরীক্ষা করা জরুরী।
৩। ডিজাইন
বাচ্চাকে তার পছন্দের ডিজাইন এবং রং এর ফ্রেম বেছে নিতে দিন। এতে চশমার প্রতি তার আগ্রহ তৈরি হবে। বাচ্চাদের ফ্রেমগুলো কিছুটা ট্রেন্ডি ফ্যাশন বা স্টাইলিশ হলে ভালো হয়। ফ্যাশনেবল ও আকর্ষণীয় ফ্রেমের চশমা পরলে, চশমার প্রয়োজন হয় না এমন সহপাঠীদের মাঝে সে হীনমন্যতায় ভুগবে না।
৪। ফ্রেম ম্যাটেরিয়াল
বাচ্চাদের ফ্রেমগুলো হওয়া উচিত একদমই হালকা ওজনের এবং ফ্লেক্সিবল। সিলিকন ও টাইটেনিয়াম এর ফ্রেম এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এগুলোর খরচ কিছুটা বেশি পরে। কম খরচের মধ্যে নিতে চাইলে উন্নত মানের প্লাস্টিকের ফ্রেম নেয়া যেতে পারে, যা হালকা হওয়ার পাশাপাশি টেকসইও হবে।
৫। বিভিন্ন ধরনের চশমার ফ্রেম পরীক্ষা করুন
বাচ্চাদের সাথে নিয়ে বিভিন্ন আইকেয়ার স্টোর গুলো ঘুরে দেখে, নানা ধরনের ফ্রেম পরীক্ষা করতে পারেন। অথবা বাচ্চার জন্য সঠিক ফ্রেম বাছাই এর ক্ষেত্রে একজন আই স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন।
সঠিক ফ্রেম বাছাই হয়ে গেলে বাচ্চাদের চশমা হারানোর ভয় এড়াতে ফ্রেমের সাথে ফিতা বেঁধে দেয়া যেতে পারে। এতে চশমা খুলে রাখলেও তা হারানোর ভয় থাকবে না।
আইকেয়ার এর অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন www.luxotix.com এ।
অথবা ধানমন্ডি ও মোহাম্মদপুরে অবস্থিত তাদের ফিজিক্যাল শপ Luxotix Dhanmondi Experience Store ও Luxotix Mohammadpur Experience Store থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।